৭৯ তম স্বাধীনতা দিবসে দ্য স্কলার্স ইনস্টিটিউটের বর্ণাঢ্য প্রভাতফেরি।

সামশেরগঞ্জ, নিজস্ব সংবাদদাতা:- ৭৯ তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার সকাল ৮টায় দ্য স্কলার্স ইনস্টিটিউটের উদ্যোগে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন, দেশাত্মবোধক গান পরিবেশন ও বক্তৃতার পাশাপাশি ছিল এক বর্ণাঢ্য প্রভাতফেরি, যেখানে প্রায় ৯৫০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।
প্রভাতফেরির মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের মাধ্যমে এলাকার মানুষের মধ্যে সামাজিক সচেতনতা সৃষ্টি করা। এতে নিম্নলিখিত বিষয়গুলোতে বিশেষভাবে বার্তা দেওয়া হয়—
Save Drive Save Life – সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা
বাল্যবিবাহ ও পণপ্রথা বিরোধী প্রচার
বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষার আহ্বান
সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা
অন্যান্য সামাজিক সমস্যায় সচেতনতা বৃদ্ধি
প্রভাতফেরিটি স্কুল প্রাঙ্গণ (কৃষক বাজার) থেকে শুরু হয়ে পুরাতন ডাকবাংলা মোড়, স্টেশন মোড়, সুলিতলা হয়ে পুনরায় স্কুলে এসে শেষ হয়। পথে পথে স্থানীয় মানুষজনও এই সামাজিক বার্তাগুলোকে স্বাগত জানান। এই প্রভাতফেরিতে নেতৃত্ব দেন দ্য স্কলার্স ইনস্টিটিউটের সভাপতি মোঃ মসিউর রহমান, সহ-সভাপতি আব্দুল হাকিম, সম্পাদক আব্দুল্লাহিল কাফি, স্কুলের প্রিন্সিপাল নবিউল হকসহ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। উদযাপন উপলক্ষে বিদ্যালয় চত্বর দেশাত্মবোধক আবেগে ভরে ওঠে, আর ছাত্রছাত্রীদের পদযাত্রা ছড়িয়ে দেয় ঐক্য, সম্প্রীতি ও দায়িত্বশীল সমাজ গড়ার আহ্বান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *