মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- অন্ধ্রপ্রদেশে কাজে গিয়ে মৃত্যু হওয়া শ্রমিকের পরিবারের পাশে ISF এর প্রতিনিধি দল। ওই শ্রমিককে খুন করা হয়েছে বলেই অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। রবিবার বিকেলে তাদের পাশে দাঁড়ালেন ISF এর প্রতিনিধি দল।আই এস এফ পার্টির প্রতিনিধির মধ্যে উপস্থিত ছিলেন জঙ্গীপুর মহকুমা অবজারভার ও ফারাক্কার অবজারভার আজমেরুল সেখ সামশেরগঞ্জ বিধানসভার মহ মহিদুল হক, সম্পাদক মনিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা আশ্বাস দেন,,আমরা পরিবারের পাশে আছি ও এই ভাবে একের পর এক পরিযায়ী শ্রমিকদের হত্যাতে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং হত্যা কারিদের শাস্তির দাবি জানাচ্ছি। কাদির শেখের মৃত্যুর ঘটনায় তদন্ত দাবি করে দোষীদের শাস্তির দাবি জানানো হয়ে পার্টির পক্ষ থেকে।
অন্ধ্রপ্রদেশে শ্রমিকের রহস্যমৃত্যু, পরিবারের পাশে দাঁড়াল ISF প্রতিনিধি দল।

Leave a Reply