পুরুলিয়া, নিজস্ব সংবাদদাতা:- বুধবার দিন পুরুলিয়া শহরে পৌরসভার উদ্যোগে ৩ নম্বর ওয়ার্ডে প্রহ্লাদ বাউরী, শিশু উদ্যানে এছাড়া পুরুলিয়া শহরের ২৩টি ওয়ার্ডে পতঙ্গ বাহিত রোগ নিয়ন্ত্রণে জন্য গাপ্পি মাছ ছাড়ার কর্মসূচি হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি। এছাড়া উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনয় কবিরাজ, সহ হেলথের স্বাস্থ্যকর্মী, পুরুলিয়া পৌরসভার আধিকারিকরা, এছাড়া বিভিন্ন স্কুলের ছাত্র এবং ছাত্রীরা। পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালী জানাই পুরুলিয়া শহরের ৩ নম্বর ওয়ার্ডের প্রহ্লাদ বাউরী শিশু উদ্যোগে মোট ৩ হাজার গাপ্পি মাছ ছাড়া হল। এছাড়া পুরুলিয়া শহরের প্রত্যেকটি ওয়ার্ডে মোট ৮৫টা পুকুরে সবে মিলে ৬০ হাজার গাপ্পি মাছ ছাড়া হল। গাপ্পি মাছ মশার লাভা খাই এছাড়া মশাকে নিধন করে।
পতঙ্গ বাহিত রোগ নির্ণয়ে গাপ্পি মাছ ছাড়ার কর্মসূচি।।।

Leave a Reply