হিলি স্থলবন্দর দিয়ে বিগত ও চলতি অর্থবছরের মধ্যে আজ রেকর্ড পরিমাণ চাল রপ্তানি! প্রতিদিনই তৈরি হচ্ছে চাল রপ্তানির রেকর্ড।

হিলি, নিজস্ব সংবাদদাতা :- দক্ষিণ দিনাজপুরের হিলি আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে আজ বৃহস্পতিবার রেকর্ড সংখ্যক পণ্যবাহী ট্রাক বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়।ব্যাপক কর্মচার জন্য হিলি স্থলবন্দরে। রাত টার্মিনাস রাস্তার দুধহার সহ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে পণ্য বোঝায় লরি। এদিন অর্থাৎ শনিবার ভারতবর্ষ থেকে মোট ১৪৬ গাড়ি পণ্য বাংলাদেশের রপ্তানি করা হয়। গতকাল ১১৮ গাড়ি পণ্য বাংলাদেশের রপ্তানি করা হয়েছিল । এর মধ্যে চাল ছিল ৭০ গাড়ি, কাঁচা লঙ্কা ১৫ গাড়ি,পিয়াজ ৯ গাড়ি।

আজ অর্থাৎ শনিবার হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ১৪৬ গাড়ি পণ্য রপ্তানি করা হয় । যার মধ্যে চাল ৯৮ গাড়ি, কাঁচা লঙ্কা ৩০ গাড়ি, পিয়াজ ৮ গাড়ি, চানা ৪ গাড়ি, ব্লিচিং পাউডার ২ গাড়ি, শুটকি মাছ ২ গাড়ি, জোওহর ২ গাড়ি, সহ অন্যান্য পণ্য সামগ্রী।
অন্যদিকে বাংলাদেশ থেকে আজ ৮ গাড়ি পণ্য ভারতবর্ষে আমদানি করা হয়। যেমন এনার্জি ড্রিংকস ৩ গাড়ি, লিচি ড্রিংস ৩ গাড়ি, নরম পানীয় ২ গাড়ি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *