উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- এদিন ইসলামপুর আলুয়াবাড়ি রোড স্টেশনের অমৃত ভারত প্রকল্পের কাজ খতিয়ে দেখেন ডি আর এম কাটিহার।
ডিআরএম কাঠিহার ইসলামপুরের আলুয়াবাড়ি রোড স্টেশনে পরিদর্শনে আসার খবর পেয়ে গুঞ্জরিয়া বাসীরা ডি আর এম কাঠিহার কে সদ্য বন্ধ হয়ে যাওয়া গুঞ্জুরিয়া রেল স্টেশন কে পুনরায় চালু করার দাবিতে একটি স্মারকলিপি জমা দেন।
এছাড়াও ইসলামপুর জেলা নির্মাণ কমিটির ও টাউন কংগ্রেস কমিটির পক্ষ থেকে টাউন কংগ্রেস সম্পাদক নতুন ডিআরএম কাটিয়ার কে সংবর্ধনা জানান ও আলিনগর রেল গেটের ওভারব্রিজ সহ অমৃত ভারত প্রকল্পের কাজ ত্বরান্বিত ও আলুয়াবাড়ি রোড স্টেশনের প্লাটফর্মে পানীয় জল শৌচাগারের দাবিতে স্মারকলিপি প্রদান করেন।
ইসলামপুরের আলুয়াবাড়ি রোড স্টেশন পরিদর্শনে আসলেন নতুন ডি আর এম কাঠিহার কিরেন্দর নাড়া।

Leave a Reply