বুনিয়াদপুরে যুব কংগ্রেসের সংখ্যালঘু সেলের জেলা কর্মী সম্মেলন।

বুনিয়াদপুর-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা: – রবিবার
দক্ষিণ দিনাজপুর জেলা যুব কংগ্রেসের সভাপতি আক্রামুল ইসলামের নেতৃত্বে বুনিয়াদপুরে অনুষ্ঠিত হলো দলের সংখ্যালঘু সেলের জেলা কর্মী সম্মেলন। বুনিয়াদপুরের একটি লজে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের রাজ্য নেতা তথা এআইসিসি সদস্য সৌরভ প্রসাদ, মালদার প্রাক্তন বিধায়ক মোস্তাক আলম, মুর্শিদাবাদের প্রাক্তন বিধায়ক ফিরোজা বেগম এবং বংশীহারীর যুব নেতা সরফরাজ আলি সহ অন্যান্যরা।

এদিন শতাধিক কর্মী ও কংগ্রেস সমর্থকদের উপস্থিতিতে প্রত্যেক বক্তা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনবিরোধী নীতি ও কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। বক্তারা বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেসকেই শক্তিশালী করতে হবে।

জেলা যুব কংগ্রেসের সভাপতি আক্রামুল ইসলাম অভিযোগ করেন,

> “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে রাজ্যে কর্মসংস্থানের কোনো সুযোগ তৈরি হয়নি। যোগ্য শিক্ষকদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে, বেকারদের কর্মসংস্থানের কোনো উদ্যোগ নেই। শুধুমাত্র নিজের গদি রক্ষার জন্য সাম্প্রদায়িক বিভাজনকে উসকে দিয়ে সংখ্যালঘুদের ভোট পেতে নানা ফন্দি আঁটছেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হিন্দু-মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করে দেশের ধর্মনিরপেক্ষতার ভিত্তিকে আঘাত করছেন।’’
তিনি আরও জানান, দেশের ও রাজ্যের স্বার্থে কংগ্রেসকেই সামনে আসতে হবে এবং সেই লক্ষ্যেই আজকের এই কর্মী সম্মেলনের আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *