দক্ষিণ ২৪পরগণা, নিজস্ব সংবাদদাতা:- সাগরের বিধায়কের বিরূদ্ধে কুৎসা রটানোর অভিযোগ তুলে গঙ্গাসাগরে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস কর্মীরা। রবিবার সন্ধ্যার পর থেকে এই নিয়ে বিক্ষোভে কার্যত উত্তাল হয়ে ওঠে এলাকা। সম্প্রতি শুভেন্দু অধিকারীকে একটি ভিডিও বার্তায় বলতে শোনা যায়, ” সাগরের বিধায়ক কচুবেড়িতে ডব্লুবিটিসির যে টাকা কালেকশান হয়, কদিন ধরে লিকেজ বন্ধ করে দিয়েছিল সিসিটিভি লাগিয়ে। সঙ্গে সঙ্গে ধমক এসেছে, সিসিটিভি বন্ধ করতে। আর যত টাকা উঠবে সেটি তৃণমূলের অফিসে পৌঁছে দিতে হবে।”
এদিকে এই বার্তার পর সাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন ” এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। একটা গভীর চক্রান্ত চলছে। সাগরের কচুবেড়িয়া থেকে অফিস তুলে লট এইটে নিয়ে যাওয়ার প্রতিবাদ জানিয়েছি। উর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘটনাটি জানিয়েছি। এদিকে টিকিটের ভাড়া বাড়ানোও কমানো হয়েছে।
Leave a Reply