মালদা, নিজস্ব সংবাদদাতাঃ ঃ- – —হবিবপুর ব্লকের মালদা নালাগোলা রাজ্য সড়কের বড়োসড় দুর্ঘটনা হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল পিকআপ ভ্যান। বুলবুলচন্ডির দিক থেকে আসা দুটি পিকআপ ভ্যান একে অপরকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পিকআপ ভ্যানটি।ঘটনাটি ঘটে হবিবপুর থানা আইহো ঘোষপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায়।ঘটনাটি ঘটে প্রায় সাড়ে তিনটা নাগাদ, যদিও গাড়ি চাকল ঘটনাস্থল থেকে পলাতক। ঘটনাস্থলে খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ গাড়িটিকে আটক করেন ।
হবিবপুরে রাজ্য সড়কে অল্পের জন্য রক্ষা, উল্টে গেল পিকআপ ভ্যান।

Leave a Reply