
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আগামী ২৮শে আগস্ট TMCP এর কলকাতায় আয়োজিত সমাবেশে বিপুল পরিমাণ ছাত্র-ছাত্রীদের নিয়ে যেতে একটি মিছিল করল বালুরঘাট টাউন ও বালুরঘাট বিধানসভা ভিত্তিক TMCP মিছিলটি বালুরঘাট কলেজ থেকে শুরু হয়ে গোটা বালুরঘাট প্রদক্ষিণ করে বালুরঘাট থানা মোড়ে এসে শেষ হয়। যেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা টিএমসিপি সভাপতি অমরনাথ ঘোষ উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি রোহন চক্রবর্তী সংগঠনের টাউন কনভেনার সুরোজ সাহা এবং সৌরভ সরকার সহ অন্যান্যরা












Leave a Reply