পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শুধু পড়াশোনা করলেই হবে না পড়াশোনার পাশাপাশি সমাজকে নানান বিষয় নিয়ে সচেতন করার উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলার গোলা ইউনিয়ন যোগেন্দ্র গার্লস হাই স্কুলের ছাত্রীরা। সোমবার বাল্যবিবাহ রোধ নিয়ে পথনাটি-কার আয়োজন করা হয় গার্লস হাই স্কুলের উদ্যোগে, যার নাম দেওয়া হয়েছে নারীর জন্য নির্বাচন, যোগেন্দ্র গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা সুস্মিতা চৌধুরী জানিয়েছেন বাল্যবিবাহ একটা শুধু অপরাধ নয়,মেয়েদের অন্ধকারে ঠেলে দেওয়া, তাদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে বাধা হয়ে দাঁড়ায় এই বাল্যবিবাহ, এই বাল্যবিবাহ শুধু পথনাটিকার মাধ্যমে সমাজকে সচেতনতার বার্তা শুধু নয় এটা আন্দোলন হোক, শুধু বিদ্যালয়েই সীমাবদ্ধ নয় সমাজের বিভিন্ন প্রান্তে পথনাটিকা ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সমাজকে সচেতন করা হবে বলে প্রধান শিক্ষিকা জানিয়েছেন।
পথনাটিকার মাধ্যমে বাল্যবিবাহ রোধ নিয়ে সচেতনতার বার্তা দিল কোলা ইউনিয়ন যোগেন্দ্র গার্লস হাইস্কুলের ছাত্রীরা।

Leave a Reply