
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- পশ্চিমবঙ্গ সামগ্ৰিক অঞ্চল উন্নয়ন পর্ষদ ও পশ্চিমবঙ্গ রাজ্য ও গ্রামীণ অজীবিকা মিশনের যৌথ উদ্যোগে এবং ডব্লিউ বি সি এ ডি সি ফালাকাটা প্রকল্প ব্যবস্থাপনায় আলিপুরদুয়ারের পূর্ব কাঠালবাড়ি অঞ্চলে শুরু হলো ১৫ দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ শিবির। বৃহস্পতিবার সিরুবাড়ি এফ পি সি ট্রেনিং হলে এই প্রশিক্ষণ শিবিরের শুভ উদ্বোধন করেন ডব্লিউ বি সি এ ডি সি ফালাকাটার চেয়ারম্যান সুভাষ চন্দ্র রায়। জানা গিয়েছে, প্রশিক্ষন শিবিরটি ১৫ দিন ধরে চলবে। এছাড়াও এতে অংশগ্রহণকারীরা সেলাই মেশিন পরিচালনা, পোশাক তৈরির কৌশল এবং ক্ষুদ্র ব্যবসার ধারণ শিখানো হবে।












Leave a Reply