হলদিয়া গেট ভাঙার কাজে উপস্থিত প্রশাসন, সকালে ফের স্বাভাবিক যান চলাচল।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ভেঙে ফেলা হলো হলদিয়া গেট। হলদিয়া গেট ভাঙার প্রস্তুতি নেওয়া শুরু হয়বেশ কিছু দিন আগে থেকে। তারি ফল স্বরূপ বুধবার রাত ৮ টা থেকে বন্ধ করে দেওয়া হয় হলদিয়ায় ১১৬ নম্বর জাতীয় সড়ক। হলদিয়া উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে। গেট ভাঙ্গার প্রস্তুতি শুরু হয় বুধবার বিকেল চারটার সময়। হলদিয়া প্রবেশদার হলদিয়া গেট খুলতে জাতীয় সড়ক বন্ধের বিজ্ঞপ্তি উন্নয়ন কর্তৃপক্ষের। শিল্প শহর হলদিয়ায় ইতিমধ্যে নতুন গেট তৈরির উদ্যোগ নিয়েছে হলদিয়া উন্নয়ন পর্ষদ। সেই জন্য পুরনো গেট সরিয়ে ফেলার কাজ শুরু করে পর্ষদ।বুধবার বিকেল থেকে চলে গেট সরানোর কাজ।সেই জন্য বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ করে দেয়া হয় জাতীয় সড়কে যান চলাচল। জানা গেছে, ১১৬ নম্বর জাতীয় সড়কের ব্রজলালচক থেকে কাপাসএড়্যা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে এর পরিবর্তে মহিষাদল হয়ে চৈতন্যপুরের ওপর দিয়ে সমস্ত যানবাহন ঘুরিয়ে দেওয়া হয়। ওই সময় মূলত পুরনো হলদিয়া গেট সরানোর কাজ চলে রাস্তার ওপর। ইতিমধ্যে হলদিয়া উন্নয়ন পরিষদের তরফ থেকে পুরনো গেটটিকে সরিয়ে ফেলে নতুন ডিজাইনের হলদিয়া গেট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সেইমতো টেন্ডারও হয়ে গিয়েছে।২০১৩ সালে পুরনো এই গেট তৈরি করা হয়। বর্তমানে তার পরিকাঠামো দুর্বল হয়ে পড়েছে। তাই পুরনো গেট সরিয়ে ফেলে পর্ষদ। দক্ষ ইঞ্জিনিয়ার উন্নত মানের ক্রেন দক্ষ শ্রমিক দিয়ে বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার সকাল প্রজন্ত চলে গেট ভাঙার কাজ। ঘটনাস্থলে উপস্থিত ছিলো হলদিয়া উন্নয়ন পর্ষদ এর অধিকারিক জেলার পুলিশ অধিকারী র ও দমকল বাহিনী। এখন ১১৬ জাতীয় সড়ক দিয়ে জান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *