পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: – সোমবার তিনটি গাড়িতে করে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের অদূরে যমুনাবালী এলাকায় বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়িতে পৌঁছন ইডি অফিসাররা। বাড়ি ঘিরে রেখেছেন সিআরপিএফ জওয়ানরা। টানা প্রায় দু’ঘন্টা ধরে চলছে তল্লাশি অভিযান। যদিও, সৌরভ রায় বাড়িতে নেই। তাঁর মা, স্ত্রী, ছেলে-বৌমারা বাড়িতে আছেন বলে জানা গেছে। বালি পাচার মামলায় এই তল্লাশি বলে ইডি সূত্রে খবর। খতিয়ে দেখা হচ্ছে ব্যবসায়িক নথিপত্র।
জানা যায়, অল্প বয়সে বাবাকে হারানোর পর মা বিজলিপ্রভা রায়-ই মানুষ করেছেন সৌরভকে। প্রথমে ঠিকাদারি ব্যবসার মধ্য দিয়ে তাঁর উত্থান হয়। মেদিনীপুর, লালগড় সহ বিভিন্ন জায়গাতে আছে তাঁর একাধিক বিলাসবহুল বাড়ি। গত ২-৩ বছর ধরে তিনি বৈধ খাদান লিজে নিয়ে বালি ব্যবসা শুরু করেন। এই মুহূর্তে রাজ্যের অন্যতম বড় বালি ব্যবসায়ী হিসেবে তাঁর পরিচিতি। শাসকদলের সঙ্গেও ঘনিষ্ঠতা আছে বলে জানা যায়। তবে, বিভিন্নভাবে সমাজসেবা ও দানধ্যানও করে থাকেন সৌরভ। গত কয়েকদিন ধরে ব্যবসার কাজে তিনি কলকাতায় আছেন বলে সূত্রের খবর। বৈধ বালি ব্যবসার আড়ালে সৌরভ অবৈধবাবে ব্যবসা চালাতেন কিনা, মূলত সেটাই এদিন খতিয়ে দেখছেন ইডি-র তদন্তকারী দল। ঘটনা ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে বলে জানা গেছে।
Leave a Reply