দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-সারা উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও ভার্চুয়াল মাধ্যমে জমির পাট্টা প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারের এই কর্মসূচিতে জেলায় মোট ১৩০ জন ভূমিহীন মানুষকে পাট্টা দেওয়া হয়। তাদের মধ্যে আদিবাসী, তপশিলি সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণির মানুষ রয়েছেন। দীর্ঘদিন জমি না থাকায় সমস্যায় ভোগা পরিবারগুলো পাট্টা হাতে পেয়ে স্বভাবতই খুশি।
বালুরঘাটে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র, জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, জেলা শাসক বিজিন কৃষ্ণ, পুলিশ সুপার চিন্ময় মিত্তাল সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে আরও বহু ভূমিহীন পরিবারকে ধাপে ধাপে জমির পাট্টা প্রদান করা হবে।
Leave a Reply