আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতাদের :- আর কয়েকদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আপামর বাঙালি মাতবে মা দূর্গার আরাধনায়। আর অপরদিকে পড়াশোনার ফাঁকে সময় বের করে সাক্ষাৎ দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিল ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সত্যজিৎ হাজরা। জটেশ্বর কলেজপাড়ার এই খুদে বর্তমানে ব্যস্ত প্রতিমা গড়ার কাজে। এই বয়সেই তার শিল্পীসত্তা দেখে হতবাক স্থানীয়রা। তাঁরাও চাইছেন, খুদে শিল্পীর এই সৃষ্টি স্বীকৃতি পাক। জানা গিয়েছে, ছোট্ট ছেলের বানানো প্রতিমাকেই পুজো করবে হাজরা পরিবার। সত্যজিৎ বয়স মাত্র ১৩ বছর। জানা গিয়েছে, মূর্তি তৈরির সরঞ্জাম কিনে দেওয়া থেকে শুরু করে সমস্ত কাজে সত্যজিৎকে সহযোগিতা করে তাঁর পরিবারের সদস্যরা। স্কুল পড়ুয়ার ছোট্ট দুটি হাত দিয়ে আপন মনের মাধুরি মিশিয়ে প্রতিমা গড়া নিয়ে প্রশংসায় পঞ্চমুখ এলাকার বাসিন্দারা।
Leave a Reply