আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা টাউন ক্লাব স্টেডিয়ামের ফ্লাডলাইট বসানোর কাজ শুরু হল শুক্রবার। জেলার মধ্যে এই সর্বপ্রথম ফালাকাটা স্টেডিয়ামে রাত্রিকালীন খেলার জন্য বসছে ফ্লাডলাইট। জানা গিয়েছে, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক অনুকূল্যে এই ফ্লাড লাইটের ব্যবস্থা করা হলো। এর আগেও ফালাকাটা টাউন ক্লাবে রাত্রিকালীন খেলার জন্য অস্থায়ী ভাবে বাঁশের মধ্যে লাইট বেধে খেলা হতো কিন্তু এখন স্থায়ী ভাবে রাত্রিকালীন খেলার জন্য লাইটের ব্যবস্থা হওয়ায় খুশি ক্রীড়া মহল।
Leave a Reply