পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে বিজেপির অন্দরকলহ এবার প্রকাশ্যে। শনিবার দলীয় কার্যালয়ের ভেতরেই বিজেপির মহিলা কাউন্সিলর মমতা দাস ও নেতা আশোক সিংয়ের মধ্যে তীব্র সংঘর্ষ ঘটে। ঘটনার ভিডিও রবিবার ভাইরাল হয়।
অভিযোগ, খড়গপুর পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমতা দাস বিতর্কের সময় আশোক সিংকে জুতো দিয়ে মারেন। ভিডিওতে দেখা যায়, আশোক তাঁকে থামানোর চেষ্টা করছেন, কিন্তু মমতা দু’বার জুতো দিয়ে আঘাত করেন। আশোক রাগে নিজের জুতো খুলে নিলেও ক্যামেরা দেখে আবার পরে নেন। ভিডিওতে শোনা যায়, আশোক বলছেন – “দেখুন, আমাকে স্যান্ডেল দিয়ে মারা হচ্ছে। এবার আমি পুলিশ ডাকব।”
আশোক সিং অভিযোগ করেছেন, কাউন্সিলর এক ওয়ার্ডবাসীর কাছ থেকে রাস্তার ধারে চাউমিন দোকান বসানোর নামে ১০,০০০ টাকা দাবি করেছিলেন। তিনি এর প্রতিবাদ করতেই মমতা দাস ও তাঁর অনুগামীরা দলীয় কার্যালয়ে তাঁকে মারধর করেন। আশোক জানান, তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন এবং ঘটনাটি দলীয় নেতৃত্বকেও জানাবেন।
অন্যদিকে মমতা দাস পাল্টা অভিযোগ করে বলেছেন, প্রথমে আশোক তাঁর উপর হাত তোলেন ও গালিগালাজ করেন। তিনি দাবি করেছেন, আশোক নিয়মিত যুবকদের তাঁর বিরুদ্ধে উসকে দেন। মমতা বলেন, “প্রয়োজনে আবারও মারব। আমি আশোককে বিজেপি নেতা মনে করি না। সে সমাজবিরোধী। না বিজেপি, না তৃণমূল – কোনও দলই তাকে গ্রহণ করে না।”
Leave a Reply