পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা;- পথ দুর্ঘটনায় এক মাঝ বয়সী মহিলার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়, সোমবার ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডের ৬০ নম্বর জাতীয় সড়কের উপর, পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মৃত মহিলার নাম দুর্গা বারিক,বয়স আনুমানিক ৬৩ বছর,বাড়ি চন্দ্রকোনাডের বিলা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রতিদিনের মতো এই দিন সকালে সবজি ব্যবসা করার উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে বের হয় ওই মহিলা, এরপর ৬০ নম্বর জাতীয় সড়কে অকারণবশত একটি লরির চাকায় পিষ্ট হয়ে যায় ওই মহিলা, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ওই মহিলাকে উদ্ধার করে দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যে ওই লরিটিকে আটক করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে পুলিশ।
পথ দুর্ঘটনায় মাঝ বয়সী এক মহিলার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য চন্দ্রকোনারোডে, তদন্তে পুলিশ।

Leave a Reply