কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- রাজ আমলের রীতি মেনে দেওদেখা পর্ব হল কোচবিহারের বড় দেবী পূজায় ।আজ অর্থাৎ মঙ্গলবার ওই পুজো হয়। দেবত্বর ট্রাস্ট বোর্ড সূত্রে জানা গেছে এদিন বড় দেবীর দেওদেখা পুজো দেন বোর্ডের দেবের সভাপতি তথা কোচবিহারের সম্মানিত জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, তার সঙ্গে ছিলেন কোচবিহারের সদর মহকুমা শাসক কুনাল বন্দ্যোপাধ্যায়,এছাড়াও দেবোত্তর ট্রাস্টের বড়বাবু জয়ন্ত চক্রবর্তী সহ অন্যরা উপস্থিত ছিলেন। দেবোত্তর সূত্রে জানা গেছে দেওদেখা রাজ আমলের প্রাচীন একটি প্রথা ঐ প্রথায় কোশাকোষির জলে বড় দেবী মায়ের প্রতিমার মুখের ছবি দর্শন করেন বোর্ডের কর্তা সহ বিশিষ্ট জনেরা। কোচবিহার শহরের বড় দেবীর মন্দিরে ওই পুজো দেওয়ার পর জেলাশাসক বলেন অন্যবারের মতো সমস্ত প্রাচীন রীতি মেনে পুজোর আয়োজন করা হয়েছে। আমি কোচবিহার বাসীর সুখ শান্তি ও মঙ্গল প্রার্থনা করেছি সেই সঙ্গে জেলা বাসিকে আসন্ন শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা ।
কোচবিহারের বড় দেবী পুজোয় রাজ আমলের প্রাচীন দেওদেখা পর্ব পালিত হল।

Leave a Reply