কাঁচরাপাড়া, নিজস্ব সংবাদদাতাঃ- ২৫ এ সে্টেম্বর যখন দিকে দিকে মায়ের আগমনের উৎসব শুরু হয়েছে ঠিক তখনই কাঁচরাপাড়ায় “চেতনা” আয়জন করল “কচিকাঁচাদের জন্য পূজোর উপহার”। প্রতি বছরের মতো এ বছরেও কাঁচরাপাড়া চার নম্বর ওয়ার্ডের অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা প্রায় তিনশ শিশুদের হাতে চেতনার সদস্যরা তুলে দিল পূজোর উপহার স্বরূপ নতুন বস্ত্র। আবৃত্তি, সঙ্গীত এবং নৃত্যের মাধ্যমে এই সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যায় একটুকরো হাসি ছড়িয়ে দিল চেতনা।
কাঁচরাপাড়ায় চেতনার উদ্যোগে ৩০০ কচিকাঁচাদের পূজোর উপহার বিতরণ।

Leave a Reply