বনগাঁ INTTUC সভাপতির নেতৃত্বে শ্রমিকদের পূজা বোনাস বিতরণ।

বনগাঁ, নিজস্ব সংবাদদাতাঃ- বনগাঁ সাংগঠনিক জেলা INTTUC এর পক্ষ থেকে বনগাঁ সাংগঠনিক INTTUC সভাপতি নারায়ণ ঘোষের নেতৃত্বে সমগ্র জেলা ব্যাপী শ্রমিক ইউনিয়নের সদস্যদের দূর্গা পূজার প্রাক্কালে বোনাস প্রদান করছেন , পাশাপাশি গাইঘাটা ব্লক ২ INTTUC সভাপতি মাননীয় বাপি হাজরা মহাশয়ের নেতৃত্বে জেলা INTTUC সভাপতি নারায়ণ ঘোষর উপস্থিতিতে গাইঘাটা ব্লক 2 INTTUC সদস্যদের পূজা বোনাস প্রদান করেন গাইঘাটা ব্লক ২ তৃনমূল কংগ্রেস কার্যালয়ের সামনে অবস্থিত অস্থায়ী মঞ্চ থেকে।আজকের বোনাস প্রদান মঞ্চে উপস্থিত ছিলেন গাইঘাটা ব্লক 2 তৃণমূল কংগ্রেস সভাপতি শ্যামল কুমার বিশ্বাস, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ সদস্য অভিজিত বিশ্বাস, প্রাক্তন জেলা পরিষদ সদস্যা পম্পা বিশ্বাস, চাঁদপাড়া অঞ্চল প্রধান দিপক কুমার দাস , সহ গাইঘাটা পঞ্চায়েত সমিতির সদস্য, সদস্যা , বিভিন্ন পঞ্চায়েতের পঞ্চায়েত সভাপতি, প্রধান, উপপ্রধান , INTTUC পদাধীকারি , সদস্য সদস্যা সহ সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *