দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাটের গৌরী পালবাড়ী পূজা মন্ডপে বিজয়া দশমীতে বাপের বাড়ি থেকে কৈলাসে ফিরে যাবার আগে দেবীকে পান্তা ভাতের সাথে বোয়াল মাছ ও রাইখোর মাছ ভাজা ভোগ দেওয়া হয় :-
বালুরঘাটের গৌরী পালবাড়ী পূজা মন্ডপে বিজয়া দশমীতে বাপের বাড়ি থেকে সন্তানদের নিয়ে কৈলাসে স্বামীর ঘরে ফিরে যাবার আগে দেবীকে পান্তা ভাতের সাথে বোয়াল মাছ ও রাইখোর মাছ ভাজা ভোগ দেওয়া হয়। দক্ষিণ দিনাজপুর জেলার প্রাচীন দুর্গাপুজোগুলোর মধ্যে অন্যতম হলো বালুরঘাটের গৌরী পালবাড়ী পূজা মন্ডপের পুজো। আনুমানিক সাড়ে তিনশো বছরেরও বেশি সময় ধরে বালুরঘাটের গৌরী পালবাড়ী পূজা মন্ডপে বিজয়া দশমীতে ধর্মীয় রীতিনীতি মেনে নিষ্ঠা সহকারে পান্তা ভাতের সাথে লেবু লঙ্কা দিয়ে বোয়াল মাছ ও রাইখোর মাছ ভাজা ভোগ দেওয়া হয়। বিজয়া দশমীতে এই পান্তা ভাতের ভোগ পাওয়ার জন্য দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তের মানুষ এসে ভিড় করে গৌরী পালবাড়ী পূজা মন্ডপে। এখানে মহানবমীতেও দুপুরে মাকে অন্ন ভোগের সাথে আত্রেয়ী নদীর রাইখোর মাছ ও বোয়াল মাছ ভোগ দেওয়া হয়। এই বিষয়ে সরাসরি শুনে নেব পুজো কমিটির সদস্য মাধব সরকারের কাছ থেকে —
Leave a Reply