আন্তর্জাতিক বরিষ্ঠ নাগরিক দিবস পালিত হলো তপন ব্লকে।

তপন (দক্ষিণ দিনাজপুর), নিজস্ব সংবাদদাতা :-
আন্তর্জাতিক বরিষ্ঠ নাগরিক দিবস উপলক্ষে আজ দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ভিকাহার হাজরা বাড়ি গ্রামে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাই যুবা ভারত (দক্ষিণ দিনাজপুর) এর ব্যবস্থাপনায় এবং উজ্জীবন সোসাইটির সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠান বিকেল তিনটায় ভিকাহার ইমানুয়েল মিশনের বৃদ্ধাশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সূচনায় আবাসিক বৃদ্ধ-বৃদ্ধাদের পাশাপাশি অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। এরপর শুরু হয় সাংস্কৃতিক পর্ব। আশ্রমের আবাসিক ছাত্রীরা মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন। বিশেষভাবে সুপর্ণা বর্মন ও তিথি রবিদাসের পরিবেশনা দর্শকদের প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, গবেষক ও উত্তর আধুনিক মতবাদের জনক অমিতাভ গুপ্ত, বঙ্গরত্ন উপাধিপ্রাপ্ত কবি ও সমাজসেবী বিশ্বনাথ লাহা, বৃদ্ধাশ্রমের কর্ণধার গদাধর বর্মন, সংগঠনের সহ-সভাপতি সুরেশ মিঞ্জি, কবি ও সম্পাদক শুভঙ্কর রায়, ঔপন্যাসিক দীপক সরকার, উজ্জীবন সোসাইটির সহ-সম্পাদক পরিমল মাহাতো, বালুরঘাট জেলা আদালতের আইনজীবী অর্পিতা দাস, কবি ও সমাজসেবী বিপ্লব রায়, কবি প্রবীর চন্দ্র দাস এবং উজ্জীবন সোসাইটির সম্পাদক সুরজ দাস।

এই বিশেষ অনুষ্ঠানে উজ্জীবন সোসাইটির পক্ষ থেকে বৃদ্ধাশ্রমে কিছু গ্রন্থ প্রদান করা হয়। এছাড়াও আবাসিক বৃদ্ধ-বৃদ্ধাদের হাতে বৃক্ষচারা বিতরণ করা হয়, যা পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে গুরুত্ব বহন করে।

অনুষ্ঠানের সমাপ্তি পর্বে উজ্জীবন সোসাইটির সম্পাদক সুরজ দাস ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, “সমাজের প্রবীণ নাগরিকরাই আমাদের অমূল্য সম্পদ। তাদের সম্মান ও সেবা করা আমাদের নৈতিক দায়িত্ব।”

আন্তর্জাতিক বরিষ্ঠ নাগরিক দিবস উপলক্ষে এই আয়োজন প্রবীণদের প্রতি সম্মান ও ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *