
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাটের নাট্যতীর্থ মন্মথ মঞ্চে পাঁচই অক্টোবর রবিবার সন্ধ্যা ছয়টায় ইবেনেজার গ্রুপ অফ ইনস্টিটিউশন বেঙ্গালোর বালুরঘাট শাখার পরিচালনায় শারদ সংবর্ধনা আয়োজন করা হয়। এই দিনের অনুষ্ঠানে প্রতিবছরের মতো এবারও দক্ষিণ দিনাজপুর জেলা থেকে রাজ্যস্তরে এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশাপাশি জেলার বিভিন্ন স্কুলের প্রথম স্থানাধিকারীদের এবং স্কুলের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকাদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এছাড়াও জেলার বিভিন্নস্তরে গুণী ব্যক্তিদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। স্থানীয় শিল্পীদের উপস্থিতিতে বিভিন্ন আঙ্গিকের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: সুদীপ দাস, বালুরঘাটের বিডিও প্রগতি নৌটিয়াল, ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের পাশাপাশি বহু শিক্ষানুরাগী মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটিকের সার্থক করে তোলে। অনুষ্ঠানের বিষয়ে এমনটাই জানালেন ইবেনেজার গ্রুপ অফ ইনস্টিটিউশন বেঙ্গালোর বালুরঘাট শাখার এক্সিকিউটিভ অ্যাডমিশন পার্টনার ভাস্কর দাস।












Leave a Reply