
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের সাজাদপুর এলাকায় বছর চব্বিশের এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃতের নাম আশীষ সরকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে বাড়ির ভেতরেই আত্মঘাতী হন আশীষ।
রবিবার দুপুর একটা নাগাদ বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে তাঁর দেহের ময়নাতদন্ত করা হয়। ঘটনার খবর পেয়ে কুমারগঞ্জ থানার পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে করছেন তদন্তকারীরা, যদিও পরিবারের কেউই মুখ খুলতে চাননি কেন এমন পথে হাঁটলেন আশীষ।












Leave a Reply