স্পোর্টস ডেস্ক: ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড (CA)। আগামী ১৯ অক্টোবর পার্থে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে এই দ্বিপাক্ষিক লড়াই। তবে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল ক্যাঙ্গারু শিবির — কোমরের চোটে ছিটকে গেলেন অধিনায়ক প্যাট কামিন্স।
তাঁর অনুপস্থিতিতে দলের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে অলরাউন্ডার মিচেল মার্শের কাঁধে। তিন বছর পর জাতীয় দলে ফিরলেন বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক, যিনি শেষবার অস্ট্রেলিয়ার জার্সিতে ওয়ানডে খেলেছিলেন ২০২2 সালের নভেম্বরে।
অস্ট্রেলিয়া জানিয়েছে, ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের দলও ঘোষণা করা হয়েছে।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল (প্রথম দুই ম্যাচের জন্য):
১. মিচেল মার্শ (অধিনায়ক)
২. শন অ্যাবট
৩. হ্যাভিয়ের বার্টলেট
৪. টিম ডেভিড
৫. বেন ডওয়ারশুইস
৬. নাথান এলিস
৭. জশ হ্যাজলউড
৮. ট্র্যাভিস হেড
৯. জশ ইংলিশ (উইকেটকিপার)
১০. ম্যাথু কুনেমান
১১. মিচেল ওয়েন
১২. ম্যাথু শর্ট
১৩. মার্কাস স্টয়নিস
১৪. অ্যাডাম জ্যাম্পা
এই দলে নেই মার্নাস লাবুশেন। অন্যদিকে, দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে শেফিল্ড শিল্ডে ব্যস্ত থাকায় প্রথম ওয়ানডেতে দেখা যাবে না উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারিকে। কামিন্সের অনুপস্থিতিতে দলে ফিরেছেন কুইন্সল্যান্ডের ব্যাটার ম্যাথু রেনশ, যিনি সর্বশেষ ২০২২ সালে পাকিস্তান সফরে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ছিলেন।
সিরিজে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের মোকাবিলায় অস্ট্রেলিয়ার পেস আক্রমণ নেতৃত্ব দেবেন দুই অভিজ্ঞ তারকা — মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড।
Leave a Reply