
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের পতিরামে শুরু হল চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষা।আজ সকাল সাতটার অনেক আগে থেকেই পতিরাম প্রণবানন্দ বিদ্যাপীঠে ছোট শিশুরা ভিড় করতে থাকে। উৎসুক হয়ে আমরাও বিদ্যালয়ে গিয়ে জানতে পারি শিশুদের বৃত্তি পরীক্ষা হবে আজ। প্রত্যেকের উৎসাহ ছিল চোখে পড়ার মত। সকালে ঘুম ভেঙে সোজা অন্য একটা স্কুলে গিয়ে পরীক্ষা দেবার প্রথম অনুভূতি তাদের। আমরা গিয়ে জানতে পারি ৭টা ১৫ মিনিট থেকে ৯ টা ৪৫ মিনিট পর্যন্ত পাঁচদিন ধরে এই পরীক্ষা চলবে।
১২ কিলোমিটার দূর থেকে আসা বাউল প্রণবানন্দ বিদ্যাপীঠ স্কুলের হেড দিদিমণি চন্দনা দেবনাথ জানিয়েছেন খুব চেষ্টা করে এই পরীক্ষাটি শিশুরা অনেক দূর দূরান্ত থেকে এসে নিজেদের পড়াশোনার মূল্যায়ন যাচাই করতে চাইছে। এখনকার পরীক্ষা ব্যবস্থায় পাশ ফেল নেই। শিশুরা বছরের শেষে জানতেই পারেনা কতটা শিখলাম। তাই চতুর্থ শ্রেণীর এই বৃত্তি পরীক্ষা অত্যন্ত মূল্যবান।
পরীক্ষা দিতে আসা ঝাপুর্সি বিদ্যালয়ের এক ছাত্রী নীতা রায় বলেছে খুব ভালো লাগছে তার পরীক্ষা দিতে। সব প্রশ্নের উত্তর দিতে পেরে তার আনন্দ লাগছে। পূজোর আনন্দ করেই আবার পড়াশোনার জন্য এই পরীক্ষায় বসেছি।
সেন্টার ইন চার্জ দিব্যেন্দু বসাক বলেন আমাদের জেলায় দশটি স্কুলে আঠারোটি সেন্টারে মোট ২৮০৯ জন পরীক্ষার্থী রয়েছে। সারা রাজ্যে এই সংখ্যাটি প্রায় দেড় লক্ষের কাছাকাছি। আমাদের সেন্টারে ২২টি স্কুল থেকে ২২৫ জন নাম নথিভুক্ত করেছিল আজকে মাত্র ৮ জন অনুপস্থিত আছে। সকল শুভানুধ্যায়ীদের সহযোগিতায় প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে শেষ হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত এই পরীক্ষা চলবে।
মানিক সাহা নামে এক অভিভাবক জানিয়েছেন আমার মেয়ে পতিরাম গার্লস প্রাইমারি স্কুলে পড়ে। ঐ স্কুলের দিব্যেন্দু স্যারের উদ্যোগে বিগত চারবছর ধরে এই পতিরামে বৃত্তি পরীক্ষার সেন্টার হয়েছে। নাহলে আমাদের সম্ভব হত না এত দূর বালুরঘাটে ছুটে গিয়ে সন্তানদের পরীক্ষা দেওয়ানো। আর এত সংখ্যক পরীক্ষার্থী সেখানে যেতে পারতো না।












Leave a Reply