খানাকুল, নিজস্ব সংবাদদাতা:- খানাকুল থানার চক্রপুর এলাকায়, তেঁতুল গ্রাম সংলগ্ন গর্দানের পাড়ে সকালেই ভেসে ওঠে এক মহিলার মৃতদেহ। নয়নজুলি থেকে উদ্ধার হওয়া ওই দেহ ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।সাত সকালেই এলাকার মানুষ দুর্গন্ধ টের পেয়ে চারদিক খোঁজাখুঁজি করতে শুরু করেন। এরপরই দেখা যায়, খালের জলে ভাসছে এক মহিলার দেহ। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় খানাকুল থানায়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খানাকুল থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতদেহটি সম্ভবত দুই থেকে তিন দিন আগের। এখনো পর্যন্ত মহিলার নাম পরিচয় জানা যায়নি, তবে অনুমানিক বয়স প্রায় ৫০ বছর।
পুলিশ সূত্রে খবর, মৃতার পরিবারের খোঁজ চলছে। তবে এখনো পর্যন্ত কেউ থানার সঙ্গে যোগাযোগ করেননি।
Leave a Reply