পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার বিজেপির তমলুক সাংগঠনিক জেলার উদ্যোগ তমলুকের খঞ্চিতে বিজয়া সম্মেলনে অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার, এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক বিজেপি নেতৃত্ব, এই দিন শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে গিয়ে কার্যত চাচা ছোলা ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করেন তিনি, পাশাপাশি বেকারদের কর্মসংস্থান নিউ রাজ্য প্রশাসনকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন, তিনি বলেন পরিবার ছেড়ে বিভিন্ন রাজ্যে কাজের তাগিদে যেতে হচ্ছে যুবকদের, এই রাজ্যে কোন কর্মসংস্থান নেই, পাশাপাশি পুলিশ প্রশাসনকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন, তিনি বলেন রাস্তায় বাইক নিয়ে গেলে ফাইন দিতে হচ্ছে পুলিশকে আর ফাইন আটকাতে তোলা দিতে হচ্ছে সাধারণ মানুষকে।
তমলুকের খঞ্চিতে বিজেপির বিজয়া সম্মেলনে অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাচাছোলা বাসায় আক্রমণ করলেন শুভেন্দু।

Leave a Reply