
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- আত্রেয়ী নদীর তীরবর্তী সংস্কৃতির শহর বালুরঘাটে নাট্যকার মন্মথ রায় নাট্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের আর্ট গ্যালারিতে আজ বারোই অক্টোবর সন্ধ্যায় “শ্রুতি” সংগীত শিক্ষাঙ্গনের অধ্যক্ষা প্রদীপ্তা ঠাকুরের পরিচালনায় ও ব্যবস্থাপনায় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট আত্রেয়ী ডি এ ভি পাবলিক স্কুলের অধ্যক্ষ সন্দীপ সরকার, বালুরঘাট আত্রেয়ী ডি এ ভি পাবলিক স্কুলের শিক্ষক ধ্রুব দাস, শিক্ষা ইনস্টিটিউটের কর্ণধার শিক্ষক দীপক মন্ডল, বর্ষিয়ান সাংবাদিক পীযূষ কান্তি দেব প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা। “শ্রুতি” সংগীত শিক্ষাঙ্গনের মোট ত্রিশ জন শিক্ষার্থী সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে এই অনুষ্ঠানকে সার্থক করে তোলে। বিগত দশ বছর ধরে “শ্রুতি” সংগীত শিক্ষাঙ্গন বালুরঘাট শহরের সংস্কৃতিকে মর্যাদার সাথে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবছর এই সংস্থার পঞ্চম নিবেদন মঞ্চস্থ হল।শিক্ষার্থীদের অভিভাবকদের পাশাপাশি শহরের প্রচুর সংস্কৃতিমনস্ক মানুষজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তবলায় মানব বিশ্বাস ও অর্ণব লাহা, কিবোর্ডে ইন্দ্রনীল রায় এবং গিটারে সৌরভ নন্দী সহযোগিতা করেন। সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন বাচিক শিল্পী সোমেন সমাজদার।












Leave a Reply