আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- শনিবার রাতে জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের প্রত্যন্ত বামনডাঙ্গা এলাকায় গিয়ে ত্রাণ বিল করেন তিনি। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে ওই এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল সর্বাধিক। এদিন দুর্গম পথ পেরিয়ে গিয়ে এলাকার সাধারণ মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেন জবেদুল আলম। জানা গিয়েছে, প্রায় দুই শতাধিক পরিবারের রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থার পাশাপাশি পানীয় জল প্রভৃতি সামগ্রী বিতরণ করেন তিনি। স্থানীয় বাসিন্দারা জানান, এই উদ্যোগ তাঁদের নতুন করে আশার আলো দেখিয়েছে। বিপদের দিনে যুব তৃনমূল নেতাকে কাছে পেয়ে তারা কিছুটা হলেও খুশি। উল্লেখ্য, এই প্রথম নয় দাপুটে এই যুব-তৃণমূল নেতা বহুবার অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। করোনা পরিস্থিতির পাশাপাশি বহু দুঃস্থ পরিবারের প্রতি বাড়িয়ে দিয়েছেন তার সাহায্যের হাত।
নাগরাকাটায় প্রাকৃতিক বিপর্যয়: জবেদুল আলমের ত্রাণ বিতরণে সহায়তার হাত।

Leave a Reply