
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও চলছে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনের অনুষ্ঠান। সোমবার বিকেলে বংশীহারী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বুনিয়াদপুর পৌর শহরের সুকান্ত ভবনে অনুষ্ঠিত হলো বিজয়া সন্মেলন ও সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান।
এদিনের এই অনুষ্ঠানে বংশীহারী ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েত থেকে তৃণমূল কর্মী এবং নেতৃত্বরা অংশগ্রহণ করেন। সংগীত এবং নৃত্যে -এর মাধ্যমে এই বিজয়া সম্মেলন অনুষ্ঠান সুন্দর হয়ে ওঠে। জেলার বিভিন্ন স্তরের নেতৃত্বরা ২৬ এ বিধানসভার ভোটে জেলার ছটি আসনেই জেতার বিষয়ে কর্মীদের উৎসাহ প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র, দক্ষিণ দিনাজপুর তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, জেলা পরিষদ সভাধিপতি, বালুরঘাট পৌরসভার পৌরপিতা, বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক, বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি, বংশীহারী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ প্রতিম মজুমদার সহ বিভিন্ন স্তরের নেতৃত্বরা।












Leave a Reply