আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পরিচালিত বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে জটেশ্বরে। গত বৃহস্পতিবার থেকে এই বৃত্তি পরীক্ষা শুরু হয়। ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয়ের এই বৃত্তি পরীক্ষা চলছে। জানা গিয়েছে, পাঁচ দিন ব্যাপী এই পরীক্ষা চলবে। জটেশ্বরে উচ্চ বালিকা বিদ্যালয়ের ওই পরীক্ষা কেন্দ্রে প্রায় ১২৮ পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষা দিতে বসেছে বলে জানা গিয়েছে পর্ষদ সূত্রে। এদিন উপস্থিত ছিলেন, সংগঠনের আলিপুরদুয়ার জেলা সহ-সভাপতি শিব শংকর দাস ছিলেন সংগঠনের সদস্য রাজু পাল, চন্দন বিশ্বাস, ছিলেন সদস্য নন্দনলাল সরকার, বিকাশ পাল প্রমুখ। এদিকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরাও।
জটেশ্বরে শুরু হলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের বৃত্তি পরীক্ষা।

Leave a Reply