
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে প্রবেশ মুখে ৫১২ নং জাতীয় সড়কের পাশে রঘুনাথপুর এলাকায় অবস্থিত ‘তারাঁকালী’ ডাকাতদের এককালে পূজিত গুপ্ত থান। আত্রেয়ী নদীর তীরে জঙ্গলে ঢাকা এই থানে ডাকাতরা নদী পথে এসে রাতে পূজো দিয়ে ডাকাতি করতে যেতেন।
এই থানের বিশেষত্ব হলো, প্রতিমা রাতেই এনে পূজো হয় এবং আকাশে তারা থাকতে থাকতেই তা আত্রেয়ীতে বিসর্জন দেওয়া হয়। প্রাচীন এই থানে কোনো স্থায়ী চালা নেই, কেবল দীপান্বিতা অমাবস্যায় বাঁশের অস্থায়ী চালার নিচে পূজো হয়ে থাকে। অতীতে বাঘছালের বদলে বর্তমানে কাপড়ের শাড়ি পড়ানো হলেও মায়ের মাহাত্ম্য ও পূজোর জৌলুস আজও একই আছে। এলাকার মানুষ প্রাচীন প্রথা মেনেই প্রতি বছর ধুমধাম করে এখানে কালীপূজার আয়োজন করেন।












Leave a Reply