
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাট পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ ষোলই অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বিজয়া সম্মিলনীর পাশাপাশি সম্বর্ধনা জ্ঞাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজয়া সম্মিলনীতে পাঁচ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতৃত্বদের পাশাপাশি বালুরঘাট পৌরসভার সমস্ত ওয়ার্ডের পৌর প্রতিনিধি ও ওয়ার্ড সভাপতিদের এবং বিভিন্ন নেতৃত্বদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এছাড়াও এই অনুষ্ঠানে বালুরঘাট ব্লক স্তরের পাশাপাশি জেলা স্তরের তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বদেরও অনুষ্ঠান মঞ্চ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। পাশাপাশি পাঁচ নম্বর ওয়ার্ডের স্থানীয় শিল্পী এবং শহরের স্থানীয় শিল্পীদের দ্বারা নাচ, গান ও আবৃত্তির পরিবেশনের মধ্য দিয়ে একটি মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এমনটাই জানালেন বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ তথা পাঁচ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি অশোক কুমার মিত্র।












Leave a Reply