
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- পশ্চিম মেদিনীপুর জেলার যুব সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলনী ও সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। বিতর্কিত প্রশ্ন এড়ালেন মন্ত্রী।
এদিন বিজয়া সম্মেলনীতে মঞ্চে ভাষণ দিতে উঠে তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার নেতা অজিত মাইতি ১৫ টা বিধানসভাতেই জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন। মঞ্চে দাঁড়িয়ে বিজেপিই প্রধান প্রতিপক্ষ বললেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি। তিনি জানিয়েছেন যুব কমিটির খামতি মিটিয়ে নিতে হবে গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত নয়, সবাই এক হয়ে চলুন, সেইসাথে জেলা যুব সভাপতিকে খোলা মাঠে মিটিং এর নির্দেশ দিলেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। পাঠ দেন সংগঠনের, সরব হোন সিপিএমের লাল সন্ত্রাস নিয়ে। আর সিপিএমের লাল সন্ত্রাস নিয়ে বলতে গিয়ে তিনি গড়বেতা কেশপুর দাসপুর লালগড় সহ বিস্তীর্ণ মেদিনীপুর জেলার খুনের রাজনীতি নিয়ে সরব হন। একসময় কেশপুর লালগড় গড়বেতা সহ বিস্তীর্ণ এলাকায় বামফ্রন্টের রক্তাক্ত রাজনীতি ছিল চেনা ছবি। তা নিয়ে এদিন সরব হয়ে উঠেন মানস ভূঁইয়া। যদিও সবং এর বলপাই এলাকার এক খুনের ঘটনায় খোদ মানস ভূঁইয়ার নাম জড়ানো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি। এবার যা নিয়ে শুরু হয়েছে জেলা রাজনীতিতে জোর চর্চা।












Leave a Reply