
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- অবিভক্ত কমিউনিস্ট পার্টির ১০৬ তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো শুক্রবার। রাজ্যজুড়ে সি পি আই (এম) র সব দপ্তরে পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে সি পি আই (এম) জেলা দপ্তর যামিনী মজুমদার ভবনে পতাকা উত্তলন ও শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এদিন দক্ষিণ দিনাজপুরের জেলা সম্পাদক নন্দলাল হাজরা সকালের কর্মসূচিতে অবিভক্ত কমিউনিস্ট পার্টির ইতিহাস সহ বর্তমানে দেশের প্রেক্ষাপটে কমিউনিস্টদের দ্বায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সংক্ষিপ্ত আকারে অবহিত করেন। তিনি দেশ তথা কেন্দ্রের জনবিরোধী সরকার ও রাজ্যের দুর্নীতিগ্রস্ত সরকারকে আগামী ২০২৬ সালের ভোটে উৎখাত করার আহবান জানান। এদিন বালুরঘাটের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক নন্দলাল হাজরা, জেলা নেতৃত্ব শিবতোষ চ্যাটার্জি, পরিমল সরকার, অনিমেষ চক্রবর্তী প্রমুখ।












Leave a Reply