দক্ষিণ দিনাজপুরে বিষপান করে নববধূর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগে গঙ্গারামপুর হাসপাতালে বিক্ষোভ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বিষপান করে নববধূর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ।
জানা গেছে মৃতার নাম মিনু রেশমা (২২)। স্বামী রাজা বাদশা, শ্বশুরবাড়ি করঞ্জা, দৌলতপুর, এবং পিতার বাড়ি কুশমন্ডি এলাকায়।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে মিনুর বিয়ে হয় রাজার সাথে। দুই মাস আগে স্বামী রাজা পরিযায়ী শ্রমিক হিসেবে রাজ্যের বাইরে কাজে যান। বৃহস্পতিবার স্বামীর সঙ্গে ফোনে বচসা হওয়ার পর মানসিক চাপে মিনু বিষপান করে বলে খবর।

বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পারলে তাকে প্রথমে রশীদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরিবারের অভিযোগ, গঙ্গারামপুর সুপারস্পেশালিটি হাসপাতালে সময়মতো চিকিৎসা করা হয়নি। যার কারণে মৃত্যু হয়েছে ওই নববধূর। পাশাপাশি হাসপাতালে কর্তব্যরত নার্সদের বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ তুলেছে মৃতার পরিবারের সদস্যরা।

এদিন পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। এদিন ম্যাজিস্ট্রেট পর্যায়ে ময়নাতদন্ত হয়।
পাশাপাশি পরিবারের পক্ষ থেকে চিকিৎসায় গাফিলতির অভিযোগে জেলা পুলিশ সুপার ও স্বাস্থ্য দপ্তরে অভিযোগ দায়ের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *