আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতাঃ- কেরালায় কাজে গিয়ে বাড়ি ফেরার সময় ট্রেন থেকে নিখোঁজ ফালাকাটা ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের লচমনডাবরির যুবক হামজালা ফেরদৌস। দেড় মাস আগে কেরালার কল্লমে রাজমিস্ত্রির কাজে গিয়েছিল ফালাকাটা ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার যুবক হামজালা ফেরদৌস। রবিবার ট্রেনে উঠেছিল বাড়ি ফেরার কথা ছিল মঙ্গলবার রাত নয়তোবা বুধবার সকাল বেলায়। কিন্তু ট্রেনে ওঠার ছয় দিন হয়ে গেলেও এখনো বাড়ি ফিরল না পরিযায়ী শ্রমিক যুবক। জানিয়ে মহা চিন্তায় পরিবারের লোকেরা। সোমবার রাত সাতটা নাগাদ ফোনে কথা হয় বাবার সঙ্গে। সোমবারই রাত আটটা নাগাদ শেষবারের মতো কথা হয় স্ত্রী আনোয়ারী খাতুনের সঙ্গে। তারপর থেকে একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন। ফোন করলে তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। এদিকে ট্রেনে ওঠার হয় দিন হয়ে গেলেও ছেলে এখনো বাড়িতে না ফিরে আসায় কান্নায় ভেঙে পড়েছেন মা নিলফুল নেহার, আঁচল পেতে ছেলেকে ফিরে পেতে কাতর আর্জি জানাচ্ছেন।স্ত্রী আনোয়ারি খাতুন সাত মাসের অন্তঃসত্ত্বা,স্বামী ট্রেনে ওঠার ছয় দিন পেরিয়ে গিয়েছে অথচ বাড়ি ফিরে আসছে না, স্বামীর সঙ্গে ফোনেও যোগাযোগ বিচ্ছিন্ন,। মহা চিন্তায় গ্রাস করেছে স্ত্রীকে। গোটা বিষয়টি জানিয়ে ফালাকাটা থানায় মিসিং ডায়েরি করা হয়েছে। যদি কোন সহৃদয় ব্যক্তির নজরে এই যুবকটির পড়ে থাকেন তবে নিচের দেওয়া দুইটি নম্বর অথবা আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থানায় যোগাযোগ করবেন।
কেরালা থেকে কাজ করে বাড়ি ফেরার পথে ট্রেন থেকে নিখোঁজ ফালাকাটা ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের যুবক হামজালা ফেরদৌস। কারো নজরে পড়লে ফালাকাটা থানা অথবা নিম্নোক্ত দুটি নাম্বারে যোগাযোগ করবেন। 6279 957720/9593 08 1589 Faalkata Alipurduar West Bengal
কেরালা থেকে ফেরার পথে ট্রেন থেকে নিখোঁজ ফালাকাটার যুবক হামজালা ফেরদৌ।

Leave a Reply