
কোচবিহার, নিজস্ব সংবাদদাতাঃ- কোচবিহার থেকে দণ্ডিকেটে কোলকাতার দক্ষিনেশ্বর কালীমন্দিরে চলেছেন এক মায়ের ভক্ত।শুক্রবার সেই ভক্তের সঙ্গে সাক্ষাৎ হল উত্তর দিনাজপুর জেলার করনদীঘিতে।কোচবিহার জেলার পুণ্ডিবাড়ীর বাসিন্দা বিভাস চক্রবর্তী গত ১৯ জুলাই দণ্ডিযাত্রা শুরু করেন।ময়নাগুড়ির জল্পেশ মন্দিরে পুজা দিয়ে পুনরায় দণ্ডিযাত্রা শুরু এই ভক্তের।সকলের মঙ্গল কামনাতে তার এই যাত্রা বলে জানা গেছে।বিভাস চক্রবর্তী জানিয়েছেন,যাত্রা শুরুর সময় আরো সাথীরা ছিলেন।ছিলেন পরিবারের লোকেরা।মাঝপথে ক্লান্ত হয়ে সাথ ছেড়েছেন তারা।বর্তমানে চোপড়া তিন মাইলের সাধু তার সাথে রয়েছেন।আরো প্রায় ছয় মাস দণ্ডিকেটে এই যাত্রা সম্পন্ন করতে হবে।চলার পথে ভক্তদের সহযোগিতা পেলে সুবিধা হবে।চলার পথে বিভাস চক্রবর্তীকে সহায়তা করবার জন্য ৮৯০৬৭৩২৪৫২ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।তবে তিনি দৃঢ়প্রতিজ্ঞ মানুষের কল্যানার্থে দণ্ডিকেটে দক্ষিনেশ্বরে মাকালীর দর্শন তিনি করবেনই।












Leave a Reply