চিঙ্গিসপুর-অমৃতখন্ডে উন্নয়নের ছোঁয়া, প্রায় ১.৬১ কোটি টাকায় রাস্তা সংস্কার শুরু।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- প্রায় ১কোটি ৬১ লক্ষ টাকায় আজ বালুরঘাট ব্লকের চিঙ্গিসপুর-অমৃতখন্ড অঞ্চলের কুরমাইল থেকে হরিপুর পর্যন্ত প্রায় 4কিমি পিচ রিপিয়ারিং রাস্তার শুভ শিলান্যাস করলেন দঃদিনাজপুর জেলাপরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, স্থানীয় জেলাপোরিষদের সদস্য অশোক কৃষ্ণ কুজুর, জেলাপরিষদ কর্মাধ্যক্ষা শ
দীপা দাস মণ্ডল,পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার সহ অনেকেই। বহুদিনের দাবি ছিল এই রাস্তাটির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *