দেবাশীষ পাল, মালদা:— বেওয়ারিশ লাশের স্তূপ জমেছে মর্গে। অথচ, অকেজো হয়ে পড়ে রয়েছে বেশির ভাগ ফ্রিজ়ার। যার ফলে মর্গের দুর্গন্ধে টেকা মুশকিল হয়ে পড়েছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে। জানা গেছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে ছটি ফ্রিজার রয়েছে। পরিসংখ্যান বলছে তাতে ৬ টি করে মোট ৩৬ টি দেহ সংরক্ষণ করা যাবে। কিন্তু সূত্রের খবর এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজের মর্গে প্রায় ৫০ এর ওপর মৃতদেহ রয়েছে। যা বেশির ভাগই বেওয়ারিশ বা দাবিহীন দেহ। যেখানে ৩৬ টি দেহ মজুত রাখার পরিকাঠামো রয়েছে সেখানে প্রায় ১৪ টি ওপরে দেহ বেশি সংরক্ষণ করে রাখা হয়েছে একটি দেহের উপর আরো একাধিক দেহ রেখে।
এদিকে সবকটি ফ্রিজার বিকল ফলে স্বাভাবিকভাবেই দুর্গন্ধ ছড়াচ্ছে। এতটাই দুর্গন্ধ যে মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনে কেউ কাজে আসলে মুখে কাপড় অথবা মাক্স পড়ে আসতে হচ্ছে। এদিকে মর্গের ভিতর ইঁদুরের উৎপাত বেড়ে যাওয়ায় বেওয়ারিশ লাশের চোখ, নাক খুবলে খাচ্ছে।
এই বিষয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বেওয়ারিশ দেহ গুলি সৎকার্য করার জন্য প্রশাসনের সাথে বৈঠক হয়েছে। পাবলিক নোটিফিকেশন জারি করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে দাবীহীন দেহ গুলির সৎকার্য করা হবে। অন্যদিকে বিকল ফ্রিজার গুলি কিছুদিন আগেই রিপিয়ারিং করা হয়েছিল। পুনরায় রিপিয়ারিং এর দরকার টেন্ডার প্রক্রিয়ার সফল হয়েছে খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে।
বিকল ফ্রিজে ঢেকে পড়েছে দুর্গন্ধ, মালদা মেডিক্যালে মর্গে অপ্রত্যাশিত চাপ।

Leave a Reply