কলকাতা, নিজস্ব সংবাদদাতা:— আজ কলকাতার প্রাণকেন্দ্র মুক্তরাম বাবু স্ট্রিটে (মহাজাতি সদনের নিকট) অনুষ্ঠিত হল শ্রী শ্রী শ্যামা মায়ের পূজার শুভ উদ্বোধন। ধর্মীয় ও সাংস্কৃতিক আবহে ভরপুর এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ইন্টারন্যাশনাল বেদান্ত সোস্যাইটির কনভেনর স্বামী স্বচিদানন্দ পুরী মহাশয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন পদ্মশ্রী প্রাপ্ত সমাজকর্মী কাজী মাসুম আক্তার, জনপ্রিয় চলচ্চিত্র শিল্পী মাননীয়া পাপিয়া অধিকারী, খ্যাতনামা কণ্ঠশিল্পী মাননীয়া লাজবন্তি রায় ও মাননীয়া বিপাশা দে মহোদয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন একতা শিল্পী গোষ্ঠীর সদস্যবৃন্দ— সাধন তালুকদার, অনিল সিং, এবং গোষ্ঠীর সভাপতি সুভাষ প্রসাদ।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন একতা শিল্প গোষ্ঠীর চিফ মেন্টর সন্দ্বীপ ধর এবং সম্পাদক অশোক দাস মহাশয়।
ধর্মীয় আচার, ভক্তিমূলক সংগীত ও শিল্প পরিবেশনার মিশ্রণে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানটি রূপ নেয় এক অনন্য সাংস্কৃতিক মিলনমেলায়। শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা উপলক্ষে উপস্থিত ভক্তবৃন্দ ও দর্শকদের মধ্যে দেখা যায় অপরিসীম উৎসাহ ও ভক্তিভাব।
শেষে— ভক্তিময় পরিবেশে “জয় শ্যামা মা” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো মুক্তরাম বাবু স্ট্রিট এলাকা।
Leave a Reply