আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতাঃ :- প্রতি বছর মতো এবছরও শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছে তাসাটি লেবার ক্লাব। ফালাকাটা ব্লকের তাসাটি লেবার ক্লাবের পরিচালনায় সার্বজনীন শ্রীশ্রী শ্যামা পূজার আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্ট চা বাগান এলাকার ঐতিয্যবাহী ও পুরনো পুজোর মধ্যে একটি এই পুজো। এবারে ৭৫ তম পুজোর আয়োজন করতে চলছে বলে উদ্যোক্তারা জানান। জানা গিয়েছে, দীর্ঘ সময় ধরে সমস্ত নিয়ম ও নিষ্ঠা মেনে এই পুজোর আয়োজন করা হয়।এই পুজো উপলক্ষে মেলার আয়োজন করা হয়। দীর্ঘ বহু বছর ধরে তাসাটি লেবার ক্লাবের এই শ্যামা পুজো যেন মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে পড়েছে। তাইতো এই পুজো উপলক্ষ্যে শুধুই এলাকার মানুষেরা নয়। দূর-দুরান্তের বহু দর্শনার্থী ও পুণ্যার্থীরাও ছুটে আসেন এখানে।
তাসাটি লেবার ক্লাবের ৭৫ তম শ্যামা পুজো: চা-বাগান শ্রমিকদের ঐতিহ্যবাহী উৎসব।

Leave a Reply