দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- আজ ১৯শে অক্টোবর রবিবার সন্ধ্যা সাতটায় বালুরঘাট সাড়ে তিন নম্বর মোড় ক্লাবের হীরক জয়ন্তী বর্ষের কালীপুজোর শুভ উদ্বোধন করলেন ভারত সরকারের উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা বালুরঘাট লোকসভার সাংসদ ড. সুকান্ত মজুমদার। এখানকার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী সোহিনী সরকার ও ভারত সেবাশ্রম সঙ্ঘ বালুরঘাট শাখার অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিষ্ণুরূপানন্দ জী মহারাজ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে স্থানীয় বহিরাগত শিল্পীর সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাব সদস্যদের পাশাপাশি স্থানীয় এলাকার মানুষজন উপস্থিত হয়েছিলেন। সাড়ে তিন নম্বর মোড় ক্লাবের এবার হীরক জয়ন্তী বর্ষের থিম – “মায়ের পায়ে রাঙা জবা”। বালুরঘাটের চক্রবর্তী ডেকোরেটার্সের স্বনামধন্য মন্ডপশিল্পী সঞ্জয় চক্রবর্তী (খোকন) মন্ডপ সাজানোর বিভিন্ন অত্যাধুনিক সামগ্রী দিয়ে তৈরী পুজো মন্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বনামধন্য মৃৎশিল্পী উত্তম পালের প্রতিমা ফুটে উঠেছে। পাশাপাশি মন্দিরের প্রতিমা তৈরী করেছেন রমেন পাল (বাবু)। এবারের আলোকসজ্জায় বিশেষ আকর্ষণ হিসাবে আছে চন্দননগরের সাহা ইলেকট্রিকালের স্বনামধন্য আলোকশিল্পী মনোজ সাহার আলোকসজ্জা। শব্দ পরিবেশনে বালুরঘাটের আশা মিউজিক।
বালুরঘাট সাড়ে তিন নম্বর মোড় ক্লাবের হীরক জয়ন্তী বর্ষের কালীপুজোর শুভ উদ্বোধন করলেন সাংসদ ড. সুকান্ত মজুমদার।

Leave a Reply