মানিকচক, নিজস্ব সংবাদদাতাঃ- গ্রাম বাংলার ফেলে আসা দিনগুলিকে থিম করে কালীপূজায় তাক লাগাতে প্রস্তুত মলদহের মানিকচকের যুব সংঘ ক্লাবের কালীপূজা। থিম করা হয়েছে গ্রাম বাংলার ফেলে আসা দিন। এবছর ৪৯ তম বর্ষে পদার্পণ করল মানিকচক যুব সংঘ ক্লাবের কালী পূজা। জোর কদমে চলছে প্রস্তুতি। আয়োজন মানুষের মন জয় করবে এমনটাই আশা পূজা উদ্যোক্তাদের।
মানিকচক ব্লক এলাকায় বহু কালীপূজা হলেও অন্যতম বড় কালীপূজা করে মানিকচক যুব সংঘ ক্লাবের কালীপূজা। তৈরি হচ্ছে প্রতিভা সাজিয়ে তোলা হচ্ছে পুজো মণ্ডপ। তবে অত্যাধুনিক যুগে পুরনো দিনের গ্রাম বাংলা কেমন ছিল সেই চিত্র এবারের পূজা মন্ডপে ফুটে উঠছে। এই চিন্তা ভাবনাকে সামনে রেখে পূজা উদ্যোক্তারা গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যই ফুটিয়ে তুলতে জোর কদমে কাজ চালাচ্ছে। ধনের কুঠির আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। যার ভেতরে থাকবে গ্রাম বাংলার বিভিন্ন ফেলে আসা ঐতিহ্য গুলি। চটের ওপরে চলছে মাটির প্রলেপ কারুকার্যের মধ্য দিয়ে প্রাচীন দিনগুলির স্মৃতিচারণ করবে উদ্যোক্তারা। এ বছর পূজার বাজেট প্রায় সাড়ে চার লক্ষ টাকা। প্রতিমা তৈরি হচ্ছে ২৫ ফুট উচ্চতার। জোর কদমে চলছে প্রতিভা থেকে মন্ডপ শয্যার কাজ। পুজোকে কেন্দ্র করে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করলেও এ বছর নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেছে উদ্যোক্তারা। চলছে অডিশন থেকে শুরু করে প্রতিযোগীদের বাছাই পর্ব।
উদ্যোক্তারা জানাচ্ছেন, মায়ের বিশালাকারের মূর্তি তৈরি হচ্ছে। ছাগ বলিও হয়। পুজোকে কেন্দ্র করে সামাজিক মূলক বিভিন্ন কর্মসূচি দুস্থদের পাশে দাঁড়ানো তার সাথে সাংস্কৃতিক মূলক মানুষের মনোরঞ্জনের বিভিন্ন অনুষ্ঠান করা হয়। বিশালাকারের প্রতিমা হওয়ায় মন্ডপে সেই প্রতিমা বিসর্জনের ব্যবস্থা গ্রহণ করা হয়। যে ধরনের তারা প্রাচীন দিনগুলিকে ফুটিয়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে অবশ্যই দর্শনার্থীদের মন জয় করবে বলে আশা প্রকাশ করছেন।
Leave a Reply