দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক কৃষক। পুলিশ জানিয়েছে মৃতের নাম মোস্তাক চৌধুরী (৫২)। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তপন থানার দাঁড়ালহাট এলাকায়। মঙ্গলবার বেলা ১২ টা ৩০ মিনিট নাগাদ গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠায়।
জানা গিয়েছে তপন থানার দাঁড়ালহাট এলাকার বাসিন্দা মোস্তাক চৌধুরী। পেশায় তিনি কৃষক। বেশ কিছুদিন ধরে তিনি মানষিক অবসাদে ভুগছিলেন। গত শুক্রবার রাতে বিষ খেয়ে আত্মঘাতী হবার চেষ্টা করে। বিষয়টি পরিবারের লোকজনের নজরে আসলে তাকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। সেখানে তাঁর চিকিৎসকা চলছিল। চিকিৎসা চলাকালীন সোমবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। মঙ্গলবার বেলা ১২ টা বেজে ৩০ মিনিট নাগাদ গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠায়। ঘটনায় তপনের দাঁড়াল হাট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
দক্ষিণ দিনাজপুরে কৃষকের বিষপান আত্মহত্যা, তপনের দাঁড়ালহাটে শোকের ছায়া।

Leave a Reply