মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — কাউন্সিলর দুলাল সরকার অরফে বাবলা খুনের পর থেকে মালদহের তৃনমুল কংগ্রেসের নেতাদের রাজনৈতিক চক্রান্তের শিকার হতে পারেন, পাশাপাশি খুনের আশঙ্কা করছেন।কিছু দিন আগে দেখা গিয়েছিল মোথাবাড়ি এলাকায় তৃনমুল কংগ্রেসের প্রধান খুন হওয়ার আশঙ্কায় সাংবাদিকদের জানিয়েছিন।এবার মালদহের জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি তথা পুরাতন মালদা পৌরসভার কাউন্সিলর বিশ্বজিৎ হালদার, নিরাপত্তার রক্ষী চাইলেন। প্রসঙ্গত তৃণমূলের ডাকসাইটে নেতা তথা কাউন্সিলর দুলাল সরকার অরফে বাবলা খুন হয়ে যাবার পর থেকেই রাজ্যের শাসকদলের এই ভীতি বাড়ছে । যে কারণে মালদার অনেক তৃণমূল নেতারা নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। জেলার রাজনীতিতে বাবলার অনুগামী হিসেবেই পরিচিতি বিশ্বজিৎ । এবার তিনিও রাজনৈতিক চক্রান্তের শিকার খুনের আশঙ্কা করছেন । সে ক্ষেত্রেই নিরাপত্তার অভাব বোধ করছেন । ইতিমধ্যেই দলকে তিনি জানিয়েছেন আর এই ঘটনা কে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তোর।
দুলাল সরকার খুনের পর নিরাপত্তাহীনতায় ভুগছেন তৃণমূল নেতা বিশ্বজিৎ হালদার, চাইলেন রক্ষী।

Leave a Reply