ধোবা ঐক্য বারোয়ারীর পরিচালনায় কালীপুজো উপলক্ষে রক্তদান ও বস্ত্রদান শিবির অনুষ্ঠিত হয়।

নাদনঘাট, নিজস্ব সংবাদদাতাঃ- প্রতিবছরের ন্যায় এই বছরেও শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছেন নাদনঘাট থানা নরসতপুর পঞ্চায়েতের অন্তর্গত ধোবার ঐক্য বারোয়ারির সদস্যগণ। শ্যামা মায়ের আরাধনায় মেতে ওঠার আগে আজ তারা আয়োজন করেছেন রক্তদান শিবিরের। সাথে দুস্থ মানুষের হাতে তুলে দিয়েছেন নতুন পোশাক। জাতি ধর্ম নির্বিশেষে আজ এখানে স্বতঃস্ফূর্তভাবে সবাইকে রক্তদান করতে দেখা যায়। মহিলা রক্তদাতার সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। আজ এখানে দৃষ্টিহীন একজন মহিলা ইচ্ছায় রক্তদান করেন। কালনা ব্লাড ব্যাংকের কর্মীরা আজ এখানে রক্ত সংগ্রহ করতে আসেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ সহ বিশিষ্ট ব্যক্তিগণ। আজ এখানে এসে তিনি প্রথমেই সকলকে শুভেচ্ছা জানান। প্রত্যেক রক্তদাতাকে উৎসাহিত করেন। রক্তদান জীবন দান। একটু রক্ত বাঁচিয়ে তুলতে পারে মুমূর্ষ রোগীর প্রাণ। রক্ত ধর্ম চেনে না। তাই ধর্ম নিয়ে ভেদাভেদ না করে সকলকে রক্তদান করে মানুষের পাশে থাকার কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *