সব খবর, নিজস্ব সংবাদদাতাঃ- দোকান সামনে থাকার বিভিন্ন জিনিসপত্র নষ্ট করে হঠাৎই ঢুকে পরলো গুড় মুড়িয়ে পুলিশ লেখা একটি চারচাকা গাড়ি। দোকানের সামনে থাকা বেশ কয়েকটি গাড়ি এবং দোকানের বেশ কিছু জিনিসের হয় ক্ষতি হয়েছে। জানা গিয়েছে এদিন রবিবার আনুমানিক বেলা সাড়ে বারোটা নাগাদ পুলিশ লেখা একটি গাড়ি হঠাতই হুড়মুড়িয়ে ঢুকে পড়ে দোকানের সামনে। সেই সময় দোকানদার খেতে যাবার জন্য হাত ধুতে যাওয়ায়। কেউ ছিল না ওই এলাকায়, কোন মানুষজন কোন মানুষের ক্ষতি না হলেও, ক্ষতি হয় বেশ কয়েকটি মোটর বাইক এবং দোকানের সামনের বিভিন্ন আসবাবপত্রের এবং দোকানের সামনে থাকা জিনিসের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে কাটোয়ার দিক থেকে শ্রীরামপুর যাবার জন্য তিনি যাচ্ছিলেন হঠাৎ তার চোখে ঘুম চলে আসায় দুর্ঘটনা। ঘটনাস্থলে উপস্থিত হয়ে নাদনঘাট থানা পুলিশ গাড়ি এবং গাড়ির চালক দুজনকেই আটক করে নিয়ে যায়।
‘পুলিশ’ লেখা গাড়ির ধাক্কায় চুরমার দোকান ও বাইক — অল্পের জন্য রক্ষা পেলেন দোকানদার!

Leave a Reply